Just another WordPress.com site

🍹 🍽 🥘 [গল্প ও রান্না *Story & Recipe* 故事和食谱] 🍳 🍲 🍵

দুনিয়ার প্রতিটা মানুষের চোহারা যেমন আলাদা তেমনি তাদের বুদ্দি বিবেচনাও আলাদা। একজন যে ঘটনা যেভাবে ব্যাখ্যা দেন, অন্যজন সেটা আলাদা না করে দিলেও মোটামুটি আলাদা থাকেই। ঠিক যেমনি একটা অঙ্ক অনেক ভাবে করা যায়! যাক, উপরের কথা গুলো এমনি বলে গেলেও এর পিছনের কারন হচ্ছে, এই প্রবনতা আমার কাছে বাংলাদেশে একটু বেশী মনে হয়েছে। বাংলাদেশের প্রতিটা মানুষ শুধু ভিন্নই নয়, তারা বিপরীত মুখি! আমি যে কয়েকটা জাতি বা দেশ ঘুরে এসেছি তাতে আমার কাছে এটা প্রতিয়মান হয়েছে। নানান দেশের লোকজনের মধ্য অমিল হলেও সেটা যতটা কাছাকাছি, আমাদের দেশে সেটা আমার কাছে কয়েকশ মাইল মনে হয়েছে!

রান্না বান্না নিয়েও একই কথা। একই রান্না নানান প্রকারে, নানানভাবে করা যায়। কেহ এই মশলা আগে, কেহ ওই মশলা পরে দিয়ে থাকেন। একই মশলা দিয়ে রান্না এক এক জনের হাতে এক এক স্বাদের হয়ে থাকে। তার পর আসে আগুনের কারবার! আগুনের তার তম্য এবং কম বেশি ভাজা/কষানোর কারনেও খাবার স্বাদ নানান প্রকারের হয়ে যায়। তাই…

View original post 423 more words

🍹 🍽 🥘 [গল্প ও রান্না *Story & Recipe* 故事和食谱] 🍳 🍲 🍵

বেশী ভাল খাবারের (দামী এবং বেশী খরচের) রেসিপি আমি দিতে চাই না। নেট ঘেঁটে এই ধরনের আমাদের প্রায় সকল ভাল খাবারের রেসিপি পাওয়া যেতে পারে। আমার রেসিপির টার্গেট হচ্ছে, নুতন রান্না শেখার বন্ধুরা এবং যারা প্রবাসে বা দেশে রান্না না জানার জন্য দেশি বা আমাদের খাবার খাচ্ছেন না তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমি সেজন্য সব সময় চাই সহজ ও সাধারন খাবারের রেসিপি দিতে। সাধারন ও সহজ রান্না দেখে যদি আপনি রান্নায় আগ্রহ করেন তবেই আমরা আমাদের প্রচেষ্টা সার্থক মনে করব।

এদিকে আবার মাঝে মাঝে আমাদের কাছে রিকোয়েষ্ট আসে, বিশেষ কিছু খাবারের রেসিপির জন্য (যা আমরা এপ্রিসিয়েট করি, এতে আমাদেরও ভাল মন্দ খাবার জুটে!)। গত কয়েকদিন আগে বাহারাইন থেকে এক বন্ধু ফোন করেছিলেন (নাম প্রকাশে ইচ্ছুক নন), মুরগীর মাংসের রোষ্টের রেসিপি দেবার জন্য। তিনি আমার রেসিপি পোষ্ট দেখেন প্রায়ই। আমাদের আনন্দ দেখে কে? বাসায় আমার ব্যাটারীকে ফোনে জিজ্ঞেস করলাম, সব কিছু আছে কি না! তিনি জানালেন, মুরগী ছাড়া বাকী সব…

View original post 379 more words

🍹 🍽 🥘 [গল্প ও রান্না *Story & Recipe* 故事和食谱] 🍳 🍲 🍵

ছাগল বা খাসির মাংসের স্বাদ অতুলনীয়। চর্বি ও একটা বিশেষ ঘ্রানের কারনে অনেকেই খেতে চান না তবে খাসির মাংসের বিরিয়ানী পেলে চুপে চুপে খেয়ে নেন! হা হা হা হা… লোভ সামলানো মুস্কিল! অবশ্য দামের কারনে মধ্যবিত্ত পরিবারগুলো চাইলেও এখন খেতে পারে না! ধনী পরিবারে খাসির গোসত অপরিহার্য! আমি নিজেও এক সময়ে অনেক ছাগল/খাসির গোসত খেয়েছি, এখন আর পাই না তাই খাই না! যাই হোক, রেসিপি লিখা ও রান্না শেখার পর বেশ কয়েকবার খেয়েছি। আজ দুপুরে আবার সুযোগ হল, খাসির গোসত রান্না করার। আপনাদের না দেখিয়ে শান্তি পাচ্ছি না!

আমি একটু ঝোল বেশি রেখেছি বলে, এর নাম দিয়েছি খাসির মাংসের ঝোল। আগেই বলে নেই আপনারা চাইলে ঝোল কমিয়ে নিতে পারেন। আর একটা কথা না বললেই নয়, দুনিয়ার যত দেশে ছাগল পাওয়া যায় কোথায়ও আমাদের দেশের মত ছাগলকে বিচি ফেলে খাসি করিয়ে দেয়া হয় না! এটা আমাদের দেশেই করা হয় এবং যে কোন ছাগল জবাই করে গোসত বিক্রির সময় বলা হয়, খাসি!…

View original post 558 more words

🍹 🍽 🥘 [গল্প ও রান্না *Story & Recipe* 故事和食谱] 🍳 🍲 🍵

সামুদ্রিক মাছ আমার বরাবরেই পছন্দ কিন্তু দামের জন্য কেনা মুস্কিল। বাংলাদেশে মধ্যবিত্ত পরিবার গুলো সামুদ্রিক মাছ বছরে এক দুই বারের বেশী কিনতে পারেন বলে মনে হয় না! ঢাকার বাজারে পাওয়া মুস্কিল তেমনি দামেও আগুন। যাই হোক, গতকাল বাজারে সাইজে ছোট রূপচাঁদা মাছ দেখে কিনে ফেলি, অনেক দিন খাওয়া হয় না, সেই কবে রূপচাঁদা ভাঁজা খেয়েছিলাম, মনে পড়েও পড়ে না! যাই হোক শিশুদের সব মাছের স্বাদ না দিতে পারলে বাবা হিসাবে নিজেও লজ্জিত হয়ে পড়বো!

চলুন দেখে ফেলি, খুব সাধারন রান্না, এমন সাধারন ও সহজ রান্না আর কোথায় পাবেন! রূপচাঁদা মাছ ভাঁজি চমৎকার কিন্তু ইচ্ছা করেই একটু ভুনা করলাম, হালকা ভেঁজে নিয়েই!

উপকরন ও পরিমানঃ
– রূপচাঁদাঃ ৪ টা, ছোট
– পেঁয়াজ কুঁচিঃ মাঝারি দুইটা/ তিনটা
– আদা বাটাঃ হাফ চামচ
– রসুন বাটাঃ এক চা চামচ
– মরিচ গুড়াঃ হাফ চামচ
– হলুদ গুড়াঃ হাফ চা চামচের কম
– জিরা গুড়াঃ হাফ চা চামচ
– লবনঃ পরিমান মত, দুই ধাপে

View original post 242 more words

🍹 🍽 🥘 [গল্প ও রান্না *Story & Recipe* 故事和食谱] 🍳 🍲 🍵

বুটের ডাল দিয়ে গরুর গোসত আমার পছন্দের খাবারের একটা! (হা হা হা, আসলে দুনিয়ার সব খাবারি আমার পছন্দের) আমি চান্স পেলে এই খাবারটা খেতে চাই। তবে এই ধরনের কম্বিনেশনের রান্না হোটেলে হয় বলে এখনো দেখি নাই, বাসাই একমাত্র ভরসা! বাংলাদেশের হোটেল মালিকরা বড্ড বেরসিক, তারা শুধু খালি বুটের ডাল রান্না করেন! এবং মুগ ডালের সাথে খাসীর গোসত রান্না করে থাকে কিন্তু গরুর গোসত দিয়ে কিছু মিশিয়ে রান্না করতে ইচ্ছুক নয়। গরুর গোসতের ঝাল বা ভুনাই যেন তাদের এক মাত্র রান্না! আরে গরুর গোসতের সাথে কত কি দিয়ে রান্না করা হয়! এবং সব গুলোই সুস্বাদু!

চলুন আজ আপনাদের এমনি একটা রান্না দেখাই, আমি নাম দিয়েছি ‘রাফ এন্ড টার্ফ’! বুটের ডাল এবং গরুর গোসত মিক্স। এই রান্নাটা আমি আমাদের পরিবারে অনেকবার রান্না করতে দেখেছি এবং আমার আম্মা বিশেষ করে এটা এমন ভাবে রান্না করতেন যে, সকালেও আমরা রুটি দিয়ে এই তরকারী খেতে পারতাম। বিশেষ করে রুটি বা পরোটা দিয়ে এই খাবারের জুড়ি…

View original post 544 more words

🍹 🍽 🥘 [গল্প ও রান্না *Story & Recipe* 故事和食谱] 🍳 🍲 🍵

বিদেশী রান্নায় আমি উৎসাহিত নই কারনে দেশের কত রান্নাই তো এখনো বাকী। এখনো আমাদের দেশের নানান পদের রান্না করতে পারি নাই! হা হা হা, আমার ব্যাটারী জানালেন তাতে কি? আমাদের রেসিপির পাঠক পাঠিকা ভাই বোন বন্ধু যারা দেশের বাইরে আছেন তারা কি বিদেশী রান্না খাবে না বা খাচ্ছে না! বিশেষ করে কয়েকদিন আগে একটা চেইন গ্রোসারীতে গিয়ে আমি নিজেই ইতালীর এক প্যাকেট পাস্তা কিনে নিয়ে এসেছিলাম এবং সেটা রান্না করে খাব ভাবছিলাম। যাই হোক, চলুন পাস্তা রান্না দেখি। এই রান্নাটা আমার ব্যাটারী নিজেই করেছেন আমি সহকারী হিসাবে ছিলাম এবং আমি নিজেও শিখে নিয়েছি। আগামীতে আমি নিজেই পাস্তা রান্না করতে পারবো।

পাস্তা রান্নায় মোটামুটি পাচটি আছে।
১। পাস্তা রান্নার জন্য প্রিপারেশন (উপকরনঃ ইটালিয়ান পাস্তা ৪০০গ্রাম, সামান্য লবন, তেল ও পানি)
২। চিকেন প্রিপারেশন (উপকরনঃ বোনলেস চিকেন ৩০০গ্রাম,  আদাকুচি, দুই চিমটি গোল মরিচ গুড়া, কাঁচা মরিচ কুঁচি,  হাফকাপ দুধ, ওয়েষ্টার সস)
৩। হোয়াইট সস বানানো (নিম্মে আলাদা করে দেয়া হল কারন এটাই…

View original post 536 more words

🍹 🍽 🥘 [গল্প ও রান্না *Story & Recipe* 故事和食谱] 🍳 🍲 🍵

অনেক দিন ধরে গল্প ও রান্না’য় নুতন রেসিপি পোষ্ট বা লিখতে পারছি না! সরি, প্রিয় রেসিপি লাভার্স ভাই বোন বন্ধুগন। আসলে এই কয়েকদিনে আমি এক অজানা কারনে লিখতে পারছি না, লিখতে ইচ্ছা হচ্ছিলো না! কি লিখবো সেটাও ভাবতে পারছিলাম না! কয়েকটা রান্না করলেও সে গুলো নিয়ে তেমন ভাবতে পারছিলাম না! যাই হোক, আজ সেই বাঁধন খুলে ফেলতে চেষ্টা করছি! আসলে লেখালেখি দূর থেকে দেখে যত সহজ কাজ মনে হয় বাস্তবে তা নয়! এটা একটা কঠিন কাজ! দুই পৃষ্টা লিখে তা পাঠক/পাঠিকার কাছে পেশ করে দেখতে পারেন! হা হা হা, যাই হোক, লেখালেখি আসলে কে কখন এবং কোথা থেকে করে ফেলবে তাও বুঝা যায় না! খোলা বাগানে বসে যেমনি কবিতা লেখা যায় না, আবার চিন্তা করে বন্ধ ঘরে বসেও কবিতা লিখে ফেলা যায়! তবে লেখালেখি পুরাই আলাদা ব্যাপার, এর জন্য একজন লেখক লেখিকাকে আলাদাভাবে চর্চা করতে হয়! দিনের পর দিন, নিজকে সাজিয়ে নিতে হয়! তবে অনেকে (যারা কিছু লিখতে পারেন) ভেতরে…

View original post 555 more words

Hello world!

Welcome to WordPress.com. After you read this, you should delete and write your own post, with a new title above. Or hit Add New on the left (of the admin dashboard) to start a fresh post.

Here are some suggestions for your first post.

  1. You can find new ideas for what to blog about by reading the Daily Post.
  2. Add PressThis to your browser. It creates a new blog post for you about any interesting  page you read on the web.
  3. Make some changes to this page, and then hit preview on the right. You can alway preview any post or edit you before you share it to the world.